ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন আজহার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২ ০৪:৩৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টের পরেই সাদা পোষাক তুলে রাখার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের আজহার আলি। ক্যারিয়ারে কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা এবং ওয়ানডেতে সবশেষ ২০১৮ সালে ম্যাচ খেলা এই ব্যাটার টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন নিজের ৯৭তম ম্যাচে। 

ব্যাট হাতে খুব একটা ভালো ছন্দে নেই আজহার। শেষ ৮ ইনিংসে হাফসেঞ্চুরির সংখ্যা মাত্র একটি। রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংস মিলে করেছেন ৬৭ রান। 

টেস্ট অবসর নিয়ে আজহার বলেন,, 'বেশির ভাগ লক্ষ্য পূরণ করেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। খুব বেশি মানুষ দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পায় না, আমি পেরেছি। লেগস্পিনার হিসেবে ক্রিকেটার জীবন শুরু করে টেস্ট ব্যাটিং লাইনআপের একজন হয়ে অবসর নেয়া—এটাই আমার জীবনের সুন্দরতম মুহূর্ত, যা আজীবন নিজের মধ্যে ধারণ করে যাব।’

 

আজহার পাকিস্তানের হয়ে সাদা পোশাকে ৪২.৪৯ গড়ে এখন পর্যন্ত করেছেন ৭ হাজার ৯৭ রান। যেখানে তিনি একটি ট্রিপলসহ সেঞ্চুরি হাঁকিয়েছেন মোট ১৯ টি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করা পাঁচজনের মধ্যেও আছেন তিনি।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷