ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

পার্থে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২ ০৫:২১

অজিদের প্রয়োজন ৭ উইকেট। গেটি ইমেজ অজিদের প্রয়োজন ৭ উইকেট। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ পার্থে জিতলে হলে শেষ দিনে ক্যারিবীয়দের চাই আরও ৩০৬ রান। অন্যদিকে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭ উইকেট। ৪৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের আনবিটেন সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯২ রান তুলে চর্তুথ দিনের খেলা শেষ করেছে ক্যারিবীয়রা।

এদিন ১ উইকেটে ২৯ রান নিয়ে দিন শুরু করেছিলেন, আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ডেভিড ওয়ার্নার ও মার্নাস ল্যাবুশেন। এদিন শুরু থেকেই দ্রুতই রান তুলতে থাকেন এই দুজন। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। দলীয় একশ পার করতেই ৪৮ রান করা ওয়ার্নারের বিদায়ে ভাঙে এই জুটি। 

অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেন মার্নাস ল্যাবুশেন। তৃতীয় উইকেট জুটিতে স্টিভ স্মিথকে নিয়ে দলের লিডটা নিয়ে যান ক্যারিবীয়দের ধরাছোঁয়ার বাইরে। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটি। প্রথম ইনিংসেই দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া ল্যাবুশেন, দ্বিতীয় ইনিংসেও তুলে নেন সেঞ্চুরি। 

ল্যাবুশেনের সেঞ্চুরির পরই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ততক্ষণে অবশ্য ২ উইকেটে অজিরা তুলে নেয় ১৮২ রান। ফলে জয়ের জন্য ক্যারিবীয়দের সামনে টার্গেট দাঁড়ায় ৪৯৮ রান।

বড় টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। অজি বোলারদের দারুণভাবে সামলে রান তুলতে থাকেন ত্যাগনারায়েন চন্দরপল ও ক্রেইগ ব্রাথওয়েট। উদ্বোধনী জুটিতেই এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। ৪৫ রান করা অভিষিক্ত চন্দরপলের বিদায়ে ভাঙে ১১৬ রানের জুটি৷ এরপর অবশ্য দ্রুতই ক্যারিবীয়রা হারায় শামরাহ ব্রকের উইকেট। 

তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও ব্ল্যাকউড। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এই দুজনের ব্যাটে ভর করেই অনেকটা সুবিধাজনক অবস্থানে থেকে চর্তুথ দিনের খেলা শেষ করতে পারত ক্যারিবীয়রা। তবে, শেষ বিকেলে এসেই খেই হারান ব্ল্যাকউড। ৬২ বলে ২৪ রানে ফিরেন তিনি। 

অন্যদিকে দারুণ ধৈর্যের পরিক্ষা দিয়ে শেষ বিকেলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ব্রাথওয়েট। শেষ পর্যন্ত চর্তুথ দিনে কাইল মায়ার্সকে নিয়ে দলকে আর কোন বিপদে পড়তে না দিয়েই দিনের খেলা শেষ করেন তিনি। দিন শেষ করার আগেই ৩ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছে ক্যারিবীয়রা, জিততে হলে চাই ৩০৬ রান। ১১ চারে ১৬৬ বলে ১০১ রানে অপরাজিত আছেন ব্রাথওয়েট। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷