ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

চমক দিয়ে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২ ০০:১৭

দল ঘোষণা পাকিস্তানের। ফাইল ছবি দল ঘোষণা পাকিস্তানের। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরই পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ওই সফরে স্বাগতিকদের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল জস বাটলারের দল৷ এবার তিন টেস্টের সিরিজ খেলতে আগামী মাসে (ডিসেম্বর) ফের পাকিস্তান সফরে যাচ্ছে দলটি।

আসন্ন এই সফরের দল আগেই ঘোষণা করেছে ইংলিশরা৷ এবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তানও। দলে রয়েছে একাধিক চমক। এদিকে চোটের কারণে গুরুত্বপূর্ণ এই সিরিজে নেই পাক পেসার শাহিন আফ্রিদি। অভিষেকের অপেক্ষায় গতি তারকা হ্যারিস রউফ। 

পাকিস্তানের ১৮ সদস্যের ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার আবরার আহমেদ এবং পেসার মোহাম্মদ আলী। প্রথম শ্রেনীর ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে ইংল্যান্ড সিরিজে দলে ডাক পেয়েছেন তারা। এছাড়া দলে ফিরেছেন দুই আনক্যাপড মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং জাহিদ মেহমুদ। দু'জনই বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট সিরিজের দলে ছিলেন। 

ইংল্যান্ড সিরিজের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক) মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আজহার আলী, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, ইমাম-উল-হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নুমান আলী, সালমান আলী সাগা, সরফরাজ আহমেদ, সৌধ শাকিল, শান মাসুদ এবং জাহিদ মেহমুদ। 

ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, উইল জ্যাকস, কিটন জেনিংস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট এবং মার্ক উড।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷