ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ওয়ানডে বিশ্বকাপ খেলার কথা ভাবছেন না হেলস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২ ২০:২০

অ্যালেক্স হেলস। ছবি সংগৃহীত অ্যালেক্স হেলস। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় নাম ছিল অ্যালেক্স হেলস। ভারতের বিপক্ষে তার কালজয়ী ইনিংস নতুন দিগন্তের পথ দেখিয়েছে ইংল্যান্ডকে। পুরো দেশ যখন আগামী বিশ্বকাপে তাকে নিয়ে স্বপ্ন দেখছে তখন হেলস জানালেন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নিজে ভাবছেন না। 

 

এ প্রসঙ্গে হেলস বলেন, ‘আমি জানি না। কিন্তু আমি মনে করি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং ইংল্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হয়ে টি-টোয়েন্টি খেলায় মনোযোগ দেবো। আমি ওয়ানডে নিয়ে খুব বেশি চিন্তা করিনি।’

 

তিনি আরও বলেন, ‘উপমহাদেশের উইকেটগুলো প্রায়শই স্পিনের আধিপত্য বিস্তার করে না এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপার পদ্ধতিগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছেন। আমি মনে করি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার হিসেবে এটা গুরুত্বপূর্ণ বিষয়।’

 

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে দল থেকে ছিটকে গিয়েছিল এই ডানহাতি ব্যাটার। বিভিন্ন লিগে দূর্দান্ত করলেও জাতীয় দলে ফিরতে সময় লেগেছে তিন বছরের বেশি। জনি বেয়ারস্টো ইনজুরিতে না পড়লে হয়তো অপেক্ষা আরও দীর্ঘ হত। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷