ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

রিজওয়ানকে সরিয়ে শীর্ষে সূর্যকুমার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ১৯:১১

সূর্যকুমার যাদব। ছবি সংগৃহীত সূর্যকুমার যাদব। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। বিশ্বকাপেও হাসছে তাঁর ব্যাট। এমন দানবীয় ব্যাটিংয়ের পুরস্কার পেলেন সূর্য। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে টপকে তিনিই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ‘নাম্বার ওয়ান’ ব্যাটার।


বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ৮৬৩ রেটিং পয়েন্ট নিয়ে সূর্যকুমার শীর্ষে অবস্থান করছেন।


৮৪২ রেটিং পয়েন্ট নিয়ে দুয়ে নেমে গেছেন রিজওয়ান। তিনে আছেন ডেভন কনওয়ে, বাবর আজম চারে। সেরা দশে উঠে এসেছেন বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানো দক্ষিণ আফ্রিকার রাইলে রুশো (৮) ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস (৭)।

বোলারদের র‌্যাংকিংয়ে রশিদ খানের সঙ্গে ব্যবধান কমিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ উন্নতি করে হাসারাঙ্গা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রশিদ খান । তিনে আরেক স্পিনার তাবরাইজ শামসি। চারে অজি পেসার জশ হ্যাজেলউড। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসানই।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷