ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ফ্র্যাঞ্চাইজি লিগে পূর্ণ মনোযোগ, বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ০৬:৪১

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি সংগৃহীত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপের  টি-টোয়েন্টিচাদরে ঢেকে যাচ্ছে বিশ্ব ক্রিকেট। তবে ক্রিকেট নেশায় বুঁদ হয়ে থাকা মানুষদের মনে বড় প্রশ্ন আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে তো এক সময়ের মহাশক্তির দক্ষিণ আফ্রিকা। মনে প্রশ্ন কিংবা সংশয় যাই থাকুক না কেন আপাতত তা হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। কেননা পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে টেম্বা বাভুমার আফ্রিকা। 

 

বিশ্বকাপ ঘিরে আইসিসির সুপার লিগ নিয়মে লড়াই করছে মোট ১৩টি দল। বর্তমানে পয়েন্ট টেবিলে যেখানে আফ্রিকার অবস্থান ১১। এমন অবস্থায় নিজ দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করতে গিয়ে বাতিল করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। যার ফলে হাতে রয়েছে মাত্র চারটি ম্যাচ। সবকটি ম্যাচ জিতলেও খুব একটা খুশির সংবাদ থাকছে না দেশটির সমর্থকদের জন্য। কেননা টিকে থাকার লড়াইয়ে তাদের চেয়ে বেশ এগিয়ে রয়েছে বেশ কয়েকটি দল। 

 

১০০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে আফগানিস্তান। অষ্টম স্থানে থাকা উইন্ডিজের পয়েন্ট ৮৮। আফ্রিকা চার ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৯৯। তবে বড় বাঁধা শ্রীলংকা ও আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পয়েন্ট ৬৮ হলেও শ্রীলংকার অবশ্য ৬২। তবে দলটির এখনও বাকি রয়েছে বেশ কয়েকটি ম্যাচ। 

 

 

শেষ পর্যন্ত হয়তো দেখা যেতেই পারে বৈশ্বিক আসরে দলটিকে। তবে খেলতে হবে বাছাইপর্ব। ক্রিকেটে উত্থান-পতন রয়েছেই। তবে যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারনে বিশ্বকাপের মত ইভেন্ট তুচ্ছ হয়, তখন স্বার্থের আগে ক্রিকেট এমনটি বিশ্বাস করার সুযোগ হয়তো নেই। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷