ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ক্যারিবীয়রা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ০৫:০৩

৩১ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গেটি ইমেজ ৩১ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ওয়ার্নার-টিম ডেভিডদের ঝোড়ো ব্যাটিংয়ে রান পাহাড়েই চড়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরাতে তাই দায়িত্ব নিতেই হতো ক্যারিবীয় ব্যাটারদের। তবে চোট কাটিয়ে ফেরা মিচেল স্টার্কে বিধ্বংসী বোলিংয়ে সেই স্বপ্ন আর বাস্তবে ধরা দেয়নি সফরকারীদের। ফলে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও হারের স্বাদ নিতে হয়েছে নিকোলাস পুরানদের।

ব্রিসবেনে এদিন আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের ৭৫ ও টিম ডেভিভের ঝড়ো ৪২ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে চোখে সর্ষে ফুল দেখেছে ক্যারিবীয় ব্যাটাররা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৭ রানেই থামে সফরকারীদের ইনিংস। ৩১ রানের জয়ে দুই ম্যাচ সিরিজ ২-০ তে জিতে নিল স্বাগতিক অস্ট্রেলিয়া।

কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতেই ওপেনার কাইল মেয়ার্সের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন জনসন চার্লস ও ব্রেন্ডন কিং। এই জুটিতে ক্যারিবীয়রা যোগ করে ৫০ রান। এরপরেই মূলত ধস নামে সফরকারী শিবিরে৷ ২৩ রান করা কিংয়ের বিদায়ে ভাঙে এই জুটি৷ এরপর স্টার্কদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্যারিবীয়রা। দলীয় ১০০ পার করার আগেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

শেষ দিকে আকিল হোসেনের ২৫ রান কমিয়েছে কেবল হারের ব্যবধান৷ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা থামে ১৪৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন জনসন চার্লস। এছাড়া রভম্যান পাওয়েল ১৮ ও জেসন হোল্ডার করেন ১৬ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। অ্যাডাম জাম্পার শিকার দুই উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷