ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

পাক ব্যাটারদের ওপর চরম ক্ষুব্ধ ওয়াসিম আকরাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ০১:২৯

ব্যাট হাতে পাকিস্তানকে একাই টানছে রিজওয়ান-বাবর জুটি৷ ফাইল ছবি ব্যাট হাতে পাকিস্তানকে একাই টানছে রিজওয়ান-বাবর জুটি৷ ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলগুলোও ব্যস্ত শেষ মূহুর্তের প্রস্তুতিতে। ঘরের মাটিতে ইংলিশদের ডেকে এনে পাকিস্তানও সেরে নিচ্ছে বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’। সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ছয় ম্যাচ শেষে, সিরিজ রয়েছে সমতায়। আজ (রবিবার) রাতেই সিরিজ নিষ্পত্তির ম্যাচে মাঠে নামবে দু'দল।

এদিকে দলীয় সাফল্য পাকিস্তানকে এই সিরিজে লড়াইয়ে রাখলেও, ব্যাটিংয়ে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছাড়া কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারছেনা। এতেই ক্ষুব্ধ হয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তান হেরেছিল আট উইকেটের বড় ব্যবধানে। এরপরেই পাক ব্যাটারদের কঠোর সমালোচনা করেছেন তিনি। 

পাকিস্তানের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে আলাপচারিতায় ওয়াসিম আকরাম বলেন, আমাদের ব্যাটারদের ৩৬০ ডিগ্রি খেলার কথা ভুলে যাওয়া উচিত। তাদের অন্তত ১৮০ ডিগ্রি খেলার চেষ্টা করলেই হবে।

তিনি বলেছেন, ‘বেন ডাকেট (ইংলিশ ব্যাটার) যখন ব্যাটিং করতে আসেন, তখন ফিল্ডারদের স্থির হতে দেন না। তিনি সব জায়গায় শট খেলেন। আমি যদি পাকিস্তানের বিপক্ষে খেলতাম, আমি জানতাম ব্যাটাররা শট কোথায় মারবে। সেভাবে আমাদের খেলা উচিত। আমাদের ব্যাটারদেরও ৩৬০ ডিগ্রি খেলার প্রয়োজন নেই। ১৮০ ডিগ্রি খেলুন। এটি অনুশীলন করুন। সাফল্য আসতে পারে।’

এদিকে ওয়াসিম আকরামের এমন পরামর্শ সাদরে গ্রহণ করেছেন মোহাম্মদ ইউসুফও। তিনি হেড কোচ সাকলাইন মোস্তাকের সঙ্গে এই বিষয়ে কথা বলার কথা জানিয়েছেন। ওয়াসিম আকরামের প্রশ্নের উত্তরে মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আমি চেষ্টা করছি। আমি সাকলাইন ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি। তারা যখন স্পিনারদের খেলবে, আমি পিছনে দাঁড়িয়ে আমাদের ব্যাটসম্যানদের বিভিন্ন ধরনের পরামর্শ দিই। এই বলে এই শটটা খেলো।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷