ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মানকাডিং ইস্যুতে সংস্কৃতির সম্পর্ক নেই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ২৩:০৩

ভারত-ইংল্যান্ড প্রমিলা ম্যাচ মানকাডিং। ছবি সংগৃহীত ভারত-ইংল্যান্ড প্রমিলা ম্যাচ মানকাডিং। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আইসিসির দেওয়া বেশ কিছু নিয়ম চালু হয়েছে গতকাল (০১ অক্টোবর) থেকেই। মানকাডিং ইস্যু নিয়ে আলোচনা-বিতর্ক থাকলেও সেটিকে বৈধতা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা আইসিসি। ক্রিকেট পাড়ায় বর্তমানে বড় আলোচনার বিষয়ও যা। তবে এই আলোচনার পেছেন ভারত ও ইংল্যান্ড নারী দলের ঘটনা। যেখানে মানকাডিং আউট করে ম্যাচ নিজেদের করে নিয়েছিল ভারতীয় নারী দল।

 

এই আউট ইস্যুতে অনেকেই নিজের মন্তব্য-ভাবনার কথা জানিয়েছে। সেই তালিকায় একজন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। 

 

হার্শা টুইট বার্তায় লিখেছেন, 'এটা সংস্কৃতির বিষয়। ব্রিটিশরা এভাবে আউট করাকে ভুল মনে করে। আর তারা যেহেতু বেশির ভাগ ক্রিকেট খেলুড়ে দেশকে শাসন করেছে, তাই সবাইকে বলেছে এমন করাটা ভুল। তাদের ঔপনিবেশিক কর্তৃত্ব এতটাই শক্তিশালী ছিল, কেউ আর পাল্টা প্রশ্ন করেনি।’

 

হার্শার এমন মন্তব্য মোটেও ভালোভাবে গ্রহন করেনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। স্টোকস উত্তর দিতে গিয়ে লিখেছেন, মানকাডিং এর সঙ্গে সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। ‘এটা সংস্কৃতির বিষয়? অবশ্যই নয়। কারণ, শুধু ইংল্যান্ডের নয়, অন্য দেশের লোকেরাও এ নিয়ে কথা বলেছে।'

 

আরও পড়ুনঃ নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন

 

এর আগে গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দৌঁড়ে রান নেয়ার সময়, স্টোকসের গায়ে লেগে বল সীমানার বাইরে চলে যায়। আর এ নিয়েও অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। এ নিয়ে এখনও স্টোকসের অনেক কথা শুনতে হয়, যার বেশির ভাগই আসে ভারতীয়দের কাছ থেকে।

 

 

হার্শাকে সেটিও মনে করিয়ে দিয়েছেন স্টোকসক। তিনি লেখেন, ‘২০১৯ বিশ্বকাপ ফাইনাল হয়েছে দুই বছর আগে। আজকের দিনেও অসংখ্য বার্তা এ নিয়ে আমি পাই। এর বেশির ভাগই আসে ভারতীয় দর্শকদের থেকে। হার্শা, এটা কি আপনাকে বিরক্ত করে না?’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷