বুমরাহর বদলি মোহাম্মদ সিরাজ
প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ০৪:০৩
নট আউট ডেস্কঃ এশিয়া কাপের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। গুঞ্জন ছিল তার জায়গায় সুযোগ পাবেন মোহাম্মদ শামি। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। মূলত শামির করোনা আক্রান্ত হওয়ায় তিনি সুযোগ পাননি। সিরাজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হবে কিনা- সেটা নিশ্চিত করেনি বিসিসিআই।
জসপ্রীত বুমরাহ না থাকা অবশ্যই ভারতীয় দলের জন্য বড় ধরনের ধাক্কা। তার অনুপস্থিতি এশিয়া কাপে ভালোভাবেই টের পেয়েছে রোহিত শর্মারা। এবারে সুস্থ হতে এই ডানহাতি ফাস্ট বোলাররের প্রায় ৬ মাস সময় প্রয়োজন।
এশিয়া কাপে না খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বুমরাহ। তৃতীয় ম্যাচে চার ওভারে ৫০ রান দিয়েছিলেন তিনি। বুমরাহ যে ছন্দে নেই তা বোঝা গিয়েছিল ওই ম্যাচে। তিরুঅনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য তাকে দলের সঙ্গে নেওয়া হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আরও এক সিনিয়র ক্রিকেটারকে হারাল ভারত।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।
হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।
‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷
আপনার মূল্যবান মতামত দিন: