ঢাকা | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ওয়ানডে ক্রিকেট

সাকলায়েন মুশতাকের রেকর্ড ভেঙ্গে সবার উপরে স্টার্ক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০৪:২২

মিচেল স্টার্ক । ছবি সংগৃহীত মিচেল স্টার্ক । ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড নিজের করে নিলেন গতিতারকা মিচেল স্টার্ক। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রায়ান বার্লকে আউট করে এই মাইলফলকে পৌঁছান এই বাঁহাতি। 

দীর্ঘসময় ধরে ওয়ানডের এই রেকর্ডটির মালিক ছিলেন পাকিস্তানের স্পিনার সাকলায়েন মুশতাক। এই ডানহাতি অফ ব্রেক বোলার ১০৪ ম্যাচে পূরণ করেছিলেন ২০০ উইকেটের কোটা। গ্রেট মুশতাকের চেয়ে ২ ম্যাচ কম খেলে ১০২ ম্যাচে ডাবল সেঞ্চুরি পূরণ করলেন স্টার্ক।  

ষষ্ঠ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট পেয়েছেন স্টার্ক। এ তালিকায় সবার ওপরে আছেন গ্লেন ম্যাকগ্রা। তাঁর উইকেট ৩৮০টি। এরপর রয়েছেন ব্রেট লি (৩৮০), শেন ওয়ার্ন (২৯১), মিচেল জনসন (২৩৯) ও ক্রেইগ ম্যাকডরমট (২০৩)।

 

উল্লেখ্য যে, অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তিন উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। রায়ান বার্লের বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে স্বাগতিক শিবির। বার্ল ১০ রান খরচে নিয়েছেন ৫ উইকেট।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷