ত্রিনিদাদ টেস্টের প্রথম দিনে বৃষ্টি বাগড়া
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৪ ১৪:০৪
নট আউট ডেস্কঃ পোর্ট অফ স্পেনে শুরু হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথমটা। প্রথম দিনেই অবশ্য বাঁধা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতেই ১৫ ওভার মাঠে গড়াতেই শেষ হয়েছে প্রথম দিনের খেলা।
ত্রিনিদাদে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে এইডেন মার্করাম ও টনি ডি জর্জির ব্যাটে সাবধানি শুরু করে সফরকারীরা। দু'জন দিনের প্রথম ঘণ্টায় দারুণভাবেই সামলান ক্যারিবিয়ানদের। এরপরেই খেই হারায় মার্করাম।
১ চারে ৯ রান করে এই ওপেনার ফিরেন হোল্ডারের শিকার হয়ে। এক ওভার বাধেই হানা দেয় বৃষ্টি। ফলে, ৪৫ রানে ১ উইকেট হারিয়ে লাঞ্চে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর দফায় দফায় বেড়েছে বৃষ্টির মাত্রা। দিনভর বৃষ্টিতে শেষ পর্যন্ত প্রথম দিনে খেলা আর গড়ায়নি মাঠে। ২টি করে চার ও ছক্কায় ৩২ রান করে অপরাজিত আছেন টনি ডি জর্জি। ২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন স্ট্রাবস।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।
হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।
‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷
আপনার মূল্যবান মতামত দিন: