ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

তারকাদের বিশ্রামে সুযোগ পাচ্ছে তরুণরা, ভালো ব্যাপার বলছেন কপিল 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ২৩:০০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের প্রতি সুনজর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে কম বেশি সব সিরিজেই বিশ্রাম দেওয়া হচ্ছে কয়েকজন করে তারকা সদস্যদের। এতে নেতৃত্বে যেমন পরিবর্তন আসছে তেমনি দলে সুযোগ হচ্ছে তরুণদের। তরুণদের এই সুযোগ পাওয়ার বিষয়টিকে ভালো ব্যাপার বলছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। 

কপিল বলেন, কোহলি, রোহিত বা অশ্বিনের মতো তারকারাও যদি বাইরে বসে থাকে, তা হলে কিছু এসে-যায় না। ক্রিকেটারদের মানসিকতাটাই পাল্টে গিয়েছে, যা খুবই ভাল লক্ষণ। কে বড় নাম, তা আজ আর গুরুত্বপূর্ণ নয়। কে ভাল খেলছে, পারফরম্যান্সে কে বড় সেটাই আসল ব্যাপার।

 

কোহলির ছন্দহীন অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই কিংবদন্তি। এবার পরামর্শ দিয়েছেন। কোহলি প্রসঙ্গে বলেন, ‘‘আমি শুধু একটাই কথা বলব, ম্যাচ খেলে যাও। মাঝেমধ্যে খুব বেশি বিশ্রাম নিলে ফল ভাল না-ও হতে পারে।’’ যোগ করেন, ‘‘ও পেশাদার তাই ম্যাচ খেলে যাওয়ায় সমস্যা হওয়া উচিত নয়।’

আরও পড়ুনঃ কোহলিকে নিয়ে গর্বিত সবাই

পাকিস্তানের বিপক্ষে গতকাল ম্যাচে ৩৪ বলে ৩৫ রান করেছেন কোহলি। নতুন বলে পাক বোলারদের সামলাতে সফল প্রায় শতভাগ। এশিয়া কাপের আগে স্কোয়াডে কোহলি সুযোগ পাবে কি না এমন প্রশ্ন উঠেছিল। এবার প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলে থাকা না থাকা নিয়ে। এশিয়া কাপে শেষ সুযোগ কি না এমন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। 

 

কপিল বলেন, ‘‘আমার তা মনে হয় না। আমাদের এ রকম কিছু ভাবাই উচিত নয়।

 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷