ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কোহলিকে নিয়ে গর্বিত সবাই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ২২:২৮

বিরাট কোহলি। ছবি সংগৃহীত বিরাট কোহলি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপে মাঠে নেমে পূরণ হয়েছে বিরাট কোহলির ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। পাক বোলারদের সামাল দিয়ে তিন চার ও এক ছয়ে করেছেন ৩৪ বলে ৩৫ রান।  প্রথম ভারতীয় হিসেবে তিন সংস্করণে ১০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। কোহলির এমন গৌরবময় দিনে শুভেচ্ছা জানিয়েছে অনেকে। তাদের মধ্যে একজনএবি ডিভিলিয়ার্স। কোহলিকে নিয়ে গর্বিত সবাই বলে মন্তব্য করেছেন এবি। 

এবি বলেন, ‘শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আমার প্রিয় বন্ধু বিরাটকে অভিনন্দন জানাতে চাই। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সব ধরনের ক্রিকেটে একশো ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করছে বিরাট। কী অসাধারণ এক প্রাপ্তি! আমরা সকলে তোমাকে নিয়ে গর্বিত।’

 

কোহলিকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিত বলেন, ‘দুর্দান্ত একটা প্রাপ্তি। আমি ব্যক্তিগত ভাবে বিরাটকে অভিনন্দন জানাতে চাই। যখনই ওকে দেখি, মনে হয় নিজের খেলাকে অনেক উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে। আশা করব, এশিয়া কাপও ব্যতিক্রম হবে না।’’ সঙ্গে প্রার্থনা, ‘‘বিরাট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক জন খেলোয়াড়। আশা করব, দলের স্বার্থে এশিয়া কাপে ওর সেরা ছন্দে থাকবে।’’

আরও পড়ুনঃ আইসিসির নতুন নিয়মের মারপ্যাঁচে ভারত-পাকিস্তান ম্যাচ!

ভারতীয় দলের অন্যতম সদস্য বনে যাওয়া সূর্যকুমার যাদব বিরাটের উদ্দেশ্যে বলেছেন, ‘‘একশো টি-টোয়েন্টি খেলা তোমার জন্য আরও একটি মাইলস্টোন বিরাট ভাই। মাঠে যে রকম তীব্রতা নিয়ে থাকো, সে রকমই থাকো তুমি। মাঠে তুমি যেরকম থাকো, সেই মনোভাবকে আমরা প্রত্যেকে ভালবাসি। চাইব, যত পারো তোমার ক্রিকেটীয় জ্ঞান আমাদের সঙ্গে ভাগ করে নাও। নিজের মতোই থাকো আর উপভোগ করো, আনন্দদিতে থাকো।’’

রবীন্দ্র জাদেজা বলেছেন, ‘‘সেই অনূর্ধ্ব-১৯ থেকে ওকে দেখছি। তখন যে রকম খিদে আর দায়বদ্ধতা দেখতাম, এখনও সে রকম আছে। কিছু পাল্টায়নি। বরং আমার মনে হয়, আরও বেড়েছে। রান করার জন্য আরও, আরও পরিশ্রম করতে দেখি বিরাটকে।’’ ভুবনেশ্বর মুগ্ধ কোহলির ক্রিকেট দর্শন দেখে। ‘‘বিরাট একটা অন্য ধারাই তৈরি করে দিয়ে যাচ্ছে। ওর মনোভাব উদাহরণ হয়ে থাকবে সকলের জন্য। নিজেই খেলাটাকে নিয়ন্ত্রণ করতে চায়, শাসন করতে চায়। দমে থাকতে চায় না।’’

 

কে এল রাহুলও বলেন, ‘‘বিরাট অনেক দিন ধরেই আমাদের নেতা। ফিটনেস, পারফরম্যান্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে শিখিয়েছে। যে ভাবে ও আরও ভাল খেলোয়াড় হওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, ক্রমাগত লেগে থেকেছে, তা ভোলা যাবে না। একটা তরুণ ভারতীয় দলকে পথ দেখিয়ে আজকের জায়গায় এনেছে।’’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷