ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

কঠিন সময়েই বড় খেলোয়াড়রা জ্বলে ওঠে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০০:৫৩

বিরাট কোহলি। ছবি সংগৃহীত বিরাট কোহলি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারতীয় তারকা বিরাট কোহলি শতকহীন হাজার দিন অতিবাহিত করেছে। জাতীয় এবং আইপিএলে দায়িত্ব ছেড়েও কাজের কাজ হয়নি। নিয়মিত পরিশ্রম করেও বাইশ গজে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হওয়ায় বিশ্রামে ছিল কয়েকটা সিরিজ। বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপের দলে ফিরেছেন তিনি। কোহলিকে নিয়ে সাবেক থেকে বর্তমান অনেক ক্রিকেটারই মন্তব্য করেছেন নিজেদের খেয়াল খুশিমত। এবার সেই তালিকায় যোগ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

 

কোহলি প্রসেঙ্গ আফ্রিদি মনে করেন, ‘ভবিষ্যৎ ওর নিজের হাতে’। কোহলিকে নিয়ে প্রশ্ন অবশ্য এখানেই থামেনি। অন্য একজন প্রশ্ন করেন, এক হাজারের বেশি দিন ধরে কোহলি সেঞ্চুরি পাচ্ছেন না, আপনার মতামত কী? আফ্রিদি বলেছেন ‘কঠিন সময়েই বড় খেলোয়াড়রা জ্বলে ওঠে।’

 

এশিয়া কাপের চলতি আসরের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। কোহলি ছন্দে না থাকলেও তাকে বাবর আজমরা যেন হালকাভাবে না নেয় সেদিকে গুরুত্ব দিতে বলেছেন ইয়াসির শাহ। তিনি বলেছেন, কোহলিকে হালকাভাবে নিলে ভুল হবে। ম্যাচ জিততে গেলে ওকে নিয়ে ভাবতেই হবে। সবাই জানে কোহলি এই মুহূর্তে নিজের সেরা ছন্দে নেই। বড় রান করতে সমস্যা হচ্ছে। তবে মনে রাখতে হবে বিরাট কিন্তু বিশ্বমানের ব্যাটসম্যান। ওর মানের একজন ব্যাটসম্যান যেকোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে।’

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এরপর তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷