ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা, দেড় বছর পর দলে বোল্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ০০:২৮

নিউজিল্যান্ড ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত নিউজিল্যান্ড ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেট দলের সবশেষ উইন্ডিজ সফর ছিল ২০১২ সালে৷ অর্থাৎ ১০ বছর পর আবারও দশটিতে সফর করছে কিউইরা৷ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ দেড় বছর পর একদিনের সংস্করণে ফিরলেন ট্রেন্ট বোল্ট৷

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবারে সফরেও থাকছেন ২০১২ সালের সেই সফরে থাকা মার্টিন গাপটিল, কেইন উইলিয়ামসন, টম লাথাম, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট৷

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে প্রথম ওয়ানডে৷ আইসিসি সুপার লিগের অংশ হওয়ায় সিরিজটি দুই দলের কাছে গুরুত্বপূর্ণ৷

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: কেইন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, টম লাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ারস, ইশ সোধি ও টিম সাউদি।


উইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, জার্মেইন ব্ল্যাকউড, শামার ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, ক্যাসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, জেডন সিলস ও কেভিন সিনক্লেয়ার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷