ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

সাউথ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার মহারাজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ২৩:০৫

কেশভ মহারাজ৷ ছবি সংগৃহীত কেশভ মহারাজ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক:  দক্ষিণ আফ্রিকার (সিএসএ) অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কেশভ মহারাজ৷ তিন ফরম্যাটে দূরন্ত পারফর্মেন্সের বদৌলতে সেরার পুরস্কার পেয়েছেন মহারাজ৷

২০২১-২২ মৌসুমে মহারাজ বল হাতে নিয়েছেন ৭১ উইকেট৷ উইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাট্রিক এবং বাংলাদেশের সিরিজে রেকর্ড গড়ে পরপর দুই টেস্টে ইনিংসে সাত উইকেট শিকারের কৃতিত্বও ছিল।


এদিকে পুরুষদের ক্রিকেটে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন কাগিসো রাবাদা। সবশেষ আট টেস্টে ৪৩ উইকেট নেন এই ফাস্ট বোলার। একই সঙ্গে টি-টোয়েন্টির সেরা নির্বাচিত হয়েছেন এইডেন মারক্রাম।

বিবেচিত সময়ের মধ্যে প্রায় দেড়শ স্ট্রাইক রেটে ৩৯১ রান করেন এই মারকুটে ব্যাটার। অসাধারণ পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে আসেন তিনি। এছাড়াও সমর্থকদের ভোটে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন সীমিত ওভারের দলের আগ্রাসী ব্যাটার ডেভিড মিলার৷ 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷