ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

‘১৭’ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ আগস্ট ২০২২ ০২:০১

৭টি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। ফাইল ছবি ৭টি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মাসেই (সেপ্টেম্বর)  ইংল্যান্ড দল পাড়ি জমাবে পাকিস্তানে। এই সফর দিয়েই দীর্ঘ প্রায় দেড় যুগ (১৭ বছর) পাকিস্তান সফরে যাচ্ছে ইংলিশরা। সবশেষ ২০০৫ সালে ইংলিশরা পাকিস্তান সফর করেছিল। এবার আসন্ন সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রকাশিত সূচিতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজটি। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম চারটি টি-টোয়েন্টি, বাকি তিনটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ফের পাকিস্তান সফর করবে ইংলিশরা। সেই সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বেন স্টোকসের দল।

আগামী ২০ সেপ্টেম্বর করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও ইংল্যান্ড। এরপর আগামী ২২, ২৩ ও ২৫ সেপ্টেম্বর এই মাঠেই খেলবে আরও তিনটি টি-টোয়েন্টি। এরপর করাচি থেকে দু'দলই পাড়ি জমাবে লাহোরে। সেখানে আগামী ২৮, ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টিতে ইংলিশদের আতিথ্য দেবে গাদ্দাফি স্টেডিয়াম।

উল্লেখ্য, দীর্ঘ ২৪ বছর পর চলতি বছরই পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত হয়েছিল পুরো সিরিজ। আর তাতেই মন গলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের, নিয়েছে পাকিস্তান সফর করার সিদ্ধান্ত।  এর আগে ২০২১ সালেও পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংলিশদের কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তজনিত কারণ দেখিয়ে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল ইসিবি। ফলে অপেক্ষা বাড়ে পাকিস্তানের। সব ঠিক থাকলে এবার দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হতে চলছে পাকিস্তানের।

 

পাকিস্তান ও ইংল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

ম্যাচ তারিখ ভেন্যু
 ১ম টি-টোয়েন্টি ২০ সেপ্টেম্বর  ন্যাশনাল স্টেডিয়াম, করাচি।
২য় টি-টোয়েন্টি ২২ সেপ্টেম্বর ন্যাশনাল স্টেডিয়াম, করাচি।
৩য় টি-টোয়েন্টি ২৩ সেপ্টেম্বর ন্যাশনাল স্টেডিয়াম, করাচি।
৪র্থ টি-টোয়েন্টি ২৫ সেপ্টেম্বর ন্যাশনাল স্টেডিয়াম, করাচি।
৫ম টি-টোয়েন্টি  ২৮ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
৬ষ্ঠ টি-টোয়েন্টি ৩০ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
৭ম টি-টোয়েন্টি ০২ অক্টোবর গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

 

ছবি: পিসিবি মিডিয়া (টুইটার)

 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷