ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ২০:৫৭

৯০ রানের দুর্দান্ত জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ ৯০ রানের দুর্দান্ত জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সাউদাম্পটনে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে, স্বাগতিক ইংল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। তাতেই ৯০ রানের দুর্দান্ত জয়ে ২-১ এ সিরিজটাও জিতে নিল সফরকারীরা।

এদিন আগে ব্যাট করে এইডেন মার্করাম ও রেজা হেনড্রিক্সের হাফ সেঞ্চুরিতে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে তাবরেজ শামসির আগুনে বোলিংয়ে ১০১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৫ উইকেট নিয়ে একাই ইংল্যান্ডকে ধসিয় দেন শামসি। এই প্রোটিয়া স্পিনার হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে তিন ম্যাচে তিন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজ সেরা প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিক্স।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩ রানেই দুই ওপেনার জস বাটলার (১৪) ও জেসন রয়ের (১৭) উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় পঞ্চাশ পার হতেই ফেরেন ডেভিড মালানও (৭)। ৬ রানের ব্যবধানে সাজঘরের রাস্তা ধরেন মঈন আলী। ট্রিস্টান স্টাবসের অবিশ্বাস্য এক ক্যাচে ৩ রানে ফিরেন তিনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। 

তাবরেজ শামসির ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। জনি বেয়ারেস্টোর ইনিংস সর্বোচ্চ ২৭ রান কমিয়েছে কেবল হারের ব্যবধান। শেষ পর্যন্ত ২০ বল হাতে থাকতেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ৯০ রানের বিশাল জয়ে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। দলটির পক্ষে শামসির একার শিকার ৫টি উইকেট। এছাড়া কেশব মহারাজ নেন ২টি উইকেট। 

এর আগে টস হেরে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। সিরিজে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করার দিনে ৫০ বলে ৭০ (৯ চারে) রানের ইনিংস খেলেন প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিক্স। এছাড়া ৩৬ বলে অপরাজিত ৫১ (৫ চারে) রানের ইনিংস খেলেন এইডেন মার্করাম। ৬ চারে ১৮ বলে ৩২ রান করেন রুশো। মিলারের ব্যাট থেকে আসে ৯ বলে ২২ রান। ইংল্যান্ডের পক্ষে উইলির শিকার ৩টি উইকেট। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷