ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

রোহিত-কার্তিকের ব্যাটে সিরিজে এগিয়ে গেল ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ২০:৩৭

৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন কার্তিক। গেটি ইমেজ ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন কার্তিক। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর, এবার হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড গড়া হাফ সেঞ্চুরি ও দিনেশ কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ে ১৯০ রানের পাহাড় গড়ে সফরকারী ভারত। জবাবে ভারতীয় বোলারদের তোপে ১২২ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। ৬৮ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

ভারতের দেওয়া ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে, ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এদিন শুরুতেই ওপেনার কাইল মায়ার্সের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন জেসন হোল্ডার। দলীয় পঞ্চাশ পার করার আগেই ফিরেন শামরাহ ব্রুকস। এরপর ব্যাক্তিগত ১৮ রান করা অধিনায়ক পুরান ফিরলে, ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ভারতের পক্ষে দুইটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন ও রবি বিষ্ণুই।

এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রানের পাহাড় গড়ে ভারত। ৭ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ওপেনার রোহিত শর্মা। তাতেই কিউই ওপেনার মার্টিন গাপটিলকে টপকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিকও বনে যান ভারতীয় অধিনায়ক। এছাড়া সফরকারীদের পক্ষে ২৪ রান করেন সূর্যকুমার যাদব। শেষ দিকে ৪ চার ও ২ ছক্কায় ১৯ বলে অপরাজিত ঝড়ো ৪১ রানের ইনিংস খেলেন দিনেশ কার্তিক। উইন্ডিজের পক্ষে দুইটি উইকেট নেন আলজেরি জোসেফ। 

 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷