ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বাদ পড়ল রাশিয়া, যুক্ত হলো তিন দেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ২২:৫২

আইসিসির সভা। ছবি: সংগৃহীত আইসিসির সভা। ছবি: সংগৃহীত

নট আউট ডেস্ক: প্রতিনিয়ত বাড়ছে বিশ্ব ক্রিকেটের পরিধি৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চালাচ্ছে তাদের প্রয়াস৷ এই পরিক্রমায় নতুন করে যুক্ত করা হয়েছে তিনটি দেশকে৷ তবে বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে৷ মূলত আইসিসির দেওয়া শর্ত পূরণ করতে পারেনি দেশটি৷

আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়া দেশ তিনটি হলো- এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে বার্মিংহামে চলমান আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাশিয়া-ইউক্রেণ যুদ্ধের কারনে ২০২১ সালে আইসিসির বার্ষিক সাধারণ সভায় রাশিয়ান ক্রিকেট ফেডারেশনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। তখন তাদের জানানো হয় পরবর্তী বার্ষিক সাধারণ সভার আগে সব শর্ত পূরণ করতে পারলে ফেরত পাবে সদস্যপদ। তবে রাশিয়া সে শর্ত পূরণ করতে না পারায় এবার স্থায়ীভাবে নিষিদ্ধ হলো।

অন্যদিকে আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনও। তবে দেশটির বর্তমান অবস্থা ক্রিকেট পরিচালনার জন্য পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত আবেদন ঝুলিয়ে রেখেছে আইসিসি। তবে ইউক্রেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে তারা। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে আসলে সেই কাজ শুরু হবে বলেও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷