ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে পণ্ড ম্যাচ, সিরিজ শেষ সমতায়

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২ ০৯:০৭

৯১ রানের অপরাজিত থাকেন ডি কক। গেটি ইমেজ ৯১ রানের অপরাজিত থাকেন ডি কক। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বৃষ্টিতে পণ্ড হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার, সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডে। ফলে ১-১ সমতায় থেকেই শেষ হয়েছে ওয়ানডে সিরিজটি। হেডিংলিতে কয়েক দফা বৃষ্টিতে, বারবারই বন্ধ থাকে খেলা। তবে এর মাঝেও হয়েছে প্রায় ২৭ ওভার খেলা। যেখানে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টি আর না থামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে এদিন টস জিতে, আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমেই সফরকারীরা শুরুতে হারায় ওপেনার জানেমান মালানের উইকেট। এরপর র‍্যাসি ভ্যান ডার ডুসেনকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন কুইন্টন ডি কক। দ্বিতীয় উইকেটে দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। হেডিংলিতে এদিন ঝড় তুলে মাত্র ৩৯ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক।

হাফ সেঞ্চুরি তুলে আরও চড়াও হয়ে খেলতে থাকেন এই ওপেনার। দলীয় ৯৯ রানের মাথায় ব্যাক্তিগত ২৬ রান করা ডুসেনকে ফেরান আদিল রশিদ। তৃতীয় উইকেটে মার্করামের সঙ্গে জুটি গড়েন কক। তবে ম্যাচের ২১ ওভার পেরোতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর বৃষ্টিতে পায় ঘণ্টা দুয়েক বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামলেও ম্যাচের দৈর্ঘ ততক্ষণে কমে আসে ৪৫ ওভারে। 

তৃতীয় উইকেটে মার্করাম-ডি ককের শক্ত জোটে বড় সংগ্রহের পথে হাঁটে দক্ষিণ আফ্রিকা। দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। তবে, প্রোটিয়াদের সংগ্রহ দলীয় দেড় শ পার হতেই ফের ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর দফায় দফায় বৃষ্টিতে ম্যাচ আর গড়ায়নি মাঠে। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় আম্পায়ারদ্বয়। বৃষ্টিতে ম্যাচ বন্ধের আগে দক্ষিণ আফ্রিকা ২৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৯ রান। ১৩ চারে ৭৬ বলে ৯২ রানে অপরাজিত থাকেন কুইন্টন ডি কক। ৩৪ বলে মার্করাম করেন ২৪ রান।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷