ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রস্তুতি ঝালিয়ে নিতে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকার ভারত সফর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ১৭:২৯

ভারতীয় ক্রিকেট ৷ ছবি সংগৃহীত ভারতীয় ক্রিকেট ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: চলতি বছরের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি শতভাগ করতে ভারত সফর করবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল৷ দুই দলই খেলবে তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ৷ তবে দক্ষিণ আফ্রিকা তিনটি ওয়ানডেও খেলবে এই সফরে৷

অস্ট্রেলিয়া-ভারতের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে মোহালি, নাগপুর ও হায়দরাবাদে। সবগুলো ম্যাচ হবে ২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর। দক্ষিণ আফ্রিকা-ভারতের টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৮ সেপ্টেম্বর, ১ ও ৩ অক্টোবর। তিনটি ম্যাচের ভেন্যু যথাক্রমে থিরুভানান্থাপুরাম, গৌহাটি ও ইন্দোর। রাঁচি, লখনউ ও দিল্লিতে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১১ অক্টোবর।

গুঞ্জন আছে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় বিশ্বকাপ খুব বেশি দূরে না হওয়ায় ওয়ানডে সিরিজে দুই দলই নামাতে পারে দ্বিতীয় সারির দল৷ বিশ্রামে থাকতে হবে বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়রা৷

বর্তমানে ভারত ক্যারিবিয়ানে রয়েছে তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলার জন্যে। তার পর তারা উড়ে যাবে জিম্বাবুয়ে। সেখানে তাদের ১৮ থেকে ২২ আগস্ট তিন ওয়ানডে খেলার কথা। সবকিছু ঠিক থাকলে এর পর ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপের মিশন। শ্রীলঙ্কা থেকে সরে যাওয়া টুর্নামেন্টটি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷