ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ওয়ানডে ফরম্যাট বাতিলের পক্ষে ওয়াসিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ২২:৩৯

পাক পেসারদের টিপস দিচ্ছেন ওয়াসিম আকরমা। ফাইল ছবি পাক পেসারদের টিপস দিচ্ছেন ওয়াসিম আকরমা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ৫০ ওভার তথা ওয়ানডে ক্রিকেটের রাজত্বে, কিছুটা হলেও  রং হারিয়েছিল টেস্ট ক্রিকেট! যদিও এলিট এই ফরম্যাটকে নতুন করে প্রাণ দিতে নানা পরিকল্পনাই হাতে নিয়েছে আইসিসি। তবে ক্রিকেটের ফরম্যাট যত সংক্ষিপ্ত হয়েছে, তত রং হারিয়েছে ৫০ ওভারি ক্রিকেটও। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট লাভ করেছে ব্যাপক জনপ্রিয়তা। সম্প্রতি আবির্ভাব হয়েছে টি-টেন কিংবা ১০০ বলের ক্রিকেটেরও। তাই রাজত্ব অনেকটাই কমে এসেছে একদিনের ক্রিকেটের (ওয়ানডে)। 

এদিকে ফরম্যাট ছোট থেকে আরও ছোট হওয়ায়, ভাটা পড়তে শুরু করেছে একদিনের ক্রিকেটে। এবার তাই ওয়ানডে ফরম্যাট'ই বাতিলের পক্ষে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসারের মুখে এমন মন্তব্য জন্ম দিয়েছে আলোচনার। তবে ওয়াসিম আকরাম দিয়েছেন সে যুক্তিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি পেসার বলেন, ‘আমি মনে করি, ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়ার সময় চলে এসেছে। ইংল্যান্ডে স্টেডিয়াম ভর্তি দর্শক দেখে আপনি বলতেই পারেন জনপ্রিয়তা কমেনি ওয়ানডের। তবে উল্টো চিত্র দেখবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকায়। ওখানে যেন দর্শকদের টেনে এনেও গ্যালারি ভরানো যাচ্ছে না।’

ওয়ানডে ক্রিকেট রং হারানোর কারণ হিসেবে, রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাপাক জনপ্রিয়তা। তাই সময় বাঁচাতে টি-টোয়েন্টি ক্রিকেটকে বেছে নিয়েছেন এই পেসার। তিনি বলেন,  ‘টি-টোয়েন্টি ফরম্যাট আমি মনে করি এটা সবার জন্য। প্রথমত এটি সময় বাঁচায়। ওয়ানডের মতো ৬-৭ ঘণ্টার চেয়ে চার ঘণ্টাতে খেলা শেষ।’

দর্শক চাহিদাও ওয়ানডে ক্রিকেটকে টেক্কা দিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশেষ করে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। দর্শকরাও অনেক বেশি ঝুঁকছে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের দিকে। তাই টি-টোয়েন্টিকে আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ মনে করেন ওয়াসিম।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন হচ্ছে। আমি মনে করি এটাই আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি আর টেস্ট ক্রিকেটের কাছে ওয়ানডে ক্রিকেট অনেকটা মৃত। এই ফরম্যাটে খেলে ক্লান্ত হয়ে যাচ্ছে ক্রিকেটাররা। তাই অনেক ক্রিকেটার হয় টেস্ট কিংবা টি-টোয়েন্টির দিকে ঝুঁকছে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷