ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

চোটে ছিটকে গেলেন শাহিন, বাড়ল অপেক্ষা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ২০:৪৫

দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না শাহিনের। ফাইল ছবি দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না শাহিনের। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে গলে রেকর্ড রান তাড়া করে জয় পায় পাকিস্তান। সিরিজে এগিয়ে থাকা পাকিস্তান, গলে'ই আগামী রবিবার (২৪ জুলাই) মাঠে নামবে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে। এদিকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে সফরকারীরা। হাঁটুর চোটে শ্রীলঙ্কা সফর শেষ হয়ে গেছে দলের সেরা পেসার শাহিন আফ্রিদির। 

গলে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করা শাহিনকে, দ্বিতীয় টেস্টে পাচ্ছে না পাকিস্তান। গলে সিরিজের প্রথম টেস্টের চর্তুথ দিনে হাঁটুতে চোট পান শাহিন। আর তাতেই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। এর আগে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেন শাহিন। লঙ্কানদের ২২২ রানে গুটিয়ে দেওয়ার বড় কীর্তিটা ছিল এই পেসারেরই। নিয়েছিলেন ৪ উইকেট। তবে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ ওভার বোলিং করেন তিনি।

এদিকে দারুণ এক মাইলফলক স্পর্শ করার সামনেও রয়েছেন এই পাক পেসার। গলে সিরিজের প্রথম টেস্টে নেওয়া ৪ উইকেটের সুবাদে, ২৫ টেস্টে শাহিনের উইকেট সংখ্যা এখন ৯৯টি। আর মাত্র ১টি উইকেট পেলেই, ১১তম পাকিস্তানি বোলার হিসেবে টেস্ট শত উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷