ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

আফ্রিদির চোখে ভারত, ওয়াকারের কাছে নিজ দেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ২১:২৭

ভারত ও পাকিস্তান৷ ছবি সংগ্রহীত ভারত ও পাকিস্তান৷ ছবি সংগ্রহীত

নট আউট ডেস্ক: সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের পারফর্মেন্স ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে৷ সেই কাতারে যোগ হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি৷ সেই সাথে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতকেই হট ফেবারিট মানছেন তিনি৷

আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং যোগ্য দল হিসেবেই সিরিজটি জিতেছে। দারুণ বোলিং পারফরম্যান্স। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে নিশ্চিতভাবেই তারা ফেবারিট।’

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতলেও হেরেছে শেষ ম্যাচে৷ তবে সেখানেও তান্ডব চালিয়েছেন সূর্যকুমার যাদব৷ ৫৫ বলে খেলেছেন ১১৭ রানের এক ঝলমলে ইনিংস৷

আফ্রিদি ভারতকে ফেভারিট মানলেও পাকিস্তানের আরেক সাবেক ওয়াকার ইউনিস নিজ দেশের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন৷

মেলবোর্নে আইসিসি ডিজিটালে ওয়াকারের ভাষ্য, ‘এবারের বিশ্বকাপে আমাদের দলের অনেক বড় সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার পিচগুলো সাধারণত ব্যাটিংবান্ধব হয়। আমাদের দলে অনেক ভালো ব্যাটার আছে, যারা এসব কন্ডিশনে অনেক ভালো খেলতে পারবে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷