ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

তিন মাস আগেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচ টিকিট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ২১:৫৩

ভারত ও  পাকিস্তান৷ ছবি সংগ্রহীত ভারত ও পাকিস্তান৷ ছবি সংগ্রহীত

নট আউট ডেস্ক: ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ নতুন কিছু নয়৷ তবে নতুন যা তা হলো আগামী কুড়ি ওভারের বিশ্বকাপে এই দুই দলের ম্যাচ টিকিট তিন মাস আগেই শেষ হয়েছে৷ অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে ট্যুরিজম অস্ট্রেলিয়া এবং দেশটির ট্রাভেল এজেন্টরা ম্যাচের সব টিকিট বিক্রির খবর নিশ্চিত করেছে। দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বিশ্বকাপের আগে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই দেখা যাবে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আগামী ২৮ আগস্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান, দুই দলই সুপার টুয়েলভে গ্রুপ ২-এ রয়েছে। ভারত, পাকিস্তানের সঙ্গে এই গ্রুপে বাংলাদেশও রয়েছে, এছাড়া দক্ষিণ আফ্রিকা এবং প্রথম পর্ব থেকে উত্তীর্ণ হওয়া দুই দল যুক্ত হবে এই গ্রুপে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। ম্যাচে পাকিস্তানের দাপুটে পারফরম্যান্সের সামনে কোনো কূল-কিনারা করতে পারেনি বিরাট কোহলির ভারত। শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয় তাদের। আইসিসির কোনো বিশ্বকাপে সেটাই ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম হার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷