ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

নিজ দেশেই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ফিঞ্চ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ০৩:১৩

অ্যারন ফিঞ্চ৷ ছবি সংগৃহীত অ্যারন ফিঞ্চ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপ শুরুর তিনমাস আগে এমন ইঙ্গিত দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।



লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে নেই অ্যারন ফিঞ্চ। যদিও সর্বশেষ শ্রীলঙ্কা সফরে একটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ফিঞ্চের অধীনে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও নিয়মিত পারফর্ম না করায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। তবে সব ছাপিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন তিনি।

যদিও ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি বছরের শেষ দিকে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়বেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি নিজেই।


ক্রিকেট ডটকম এইউ এর সঙ্গে আলাপচারিতায় ফিঞ্চ বলেন, 'সবকিছু পরিকল্পনা মতো থাকলে সবকিছুতে (টি-টোয়েন্টি থেকে অবসর) ফুলস্টপ পড়তে পারে। এটা অবশ্যই ৫০ ওভারের দিকে মনোযোগ শিফট হবে।'

'টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমার মনে হয় না ১২ মাসে খুব বেশি টি-টোয়েন্টি খেলা আছে। আমি আসলে কিছু জানি না। আপনি যখন মিড ৩০ এ আসবেন তখন এটা স্বাভাবিকভাবেই ঘটে।'

শুধু ফিঞ্চ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ডেভিড ওয়ার্নারও। মূলত ওয়ানডে ও টেস্টে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নিতপ পারেন বাঁহাতি এই ওপেনার। অবসরে যাবেন উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েডও৷ কিছুদিন নিজেই এমন জানিয়েছেন তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷