ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ০৫:৪৪

ভারতের জিম্বাবুয়ে সফর৷ ছবি সংগৃহীত ভারতের জিম্বাবুয়ে সফর৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সবশেষ ২০১৬ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ভারত। সেবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। এরপর আর জিম্বাবুয়ে যাওয়া হয়নি ভারতের।

ছয় বছর পর অবশেষে আবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আগস্টে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আফ্রিকার দেশটিতে যাবে। সেখানে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজ শেষে এশিয়া কাপে অংশ নিবে ভারত দল।


এ বিষয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, ভারত ছোট্ট একটি ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে। সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৮ আগস্ট, দ্বিতীয়টা হবে ২০ আগস্ট আর তৃতীয়টা হবে ২২ আগস্ট।’

তবে জিম্বাবুয়ে সফরে ভারতের মূল দল পাঠানো হবে না। সেখানে যাবে বি দল। ভিভিএস লক্ষ্মণ এই দলের কোচের দায়িত্ব পালন করবেন। এমনটাই জানিয়েছেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা।

বর্তমানে ভারত দল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এরপর শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। সেখানে তারা তিন ম্যাচ ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷