ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে অধিনায়ক পরিবর্তন প্রসঙ্গে সৌরভ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুলাই ২০২২ ১৯:৩৮

বিসিসিআই প্রধান। ছবি সংগৃহীত বিসিসিআই প্রধান। ছবি সংগৃহীত

গতসাত মাসে ভারত জাতীয় দলে দেখা মিলেছে সাত অধিনায়ক। কোহলির নেতৃত্ব অধ্যায় শেষে বড় ধরনের জটিলতায় পড়েছে জাতীয় দলের নেতৃত্ব তা বলার অপেক্ষা রাখে না বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে!

এভাবে বারবার অধিনায়ক বদল নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, 'আমি পুরোপুরি একমত, এত অল্প সময়ের মধ্যে সাতজন আলাদা অধিনায়ক থাকা আদর্শ ব্যাপার নয়। কিন্তু এটি অনিবার্য পরিস্থিতির কারণে ঘটেছে যেমন । রোহিত দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই সফরের আগে সে চোটে পড়ল। তাই আমরা লোকেশ রাহুলকে ওয়ানডের নেতৃত্ব দিয়েছিলাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি শুরু হওয়ার এক দিন আগে সেও চোটে পড়ল। '

নিজের ৫০তম জন্মদিনে দেওয়া এই সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি আরো বলেন, 'ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার সময় রোহিত কভিড আক্রান্ত হলো। এই পরিস্থিতিতে কারো দোষ নেই। সূচিই এমন যে আমাদের খেলোয়াড়দের বিশ্রাম দিতে হচ্ছে এবং এরপর চোটাঘাত তো আছেই। এ ছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটিও মাথায় রাখতে হয়। প্রতিটি সিরিজে প্রধান কোচ রাহুলের (দ্রাবিড়) অবস্থাটা আমরা বুঝতে পারি। অনিবার্য পরিস্থিতির কারণে আমাদের নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে। '

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷