ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ সিরিজে বিশ্রাম আবেদন কোহলির!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুলাই ২০২২ ০১:১৬

বিরাট কোহলি৷ ছবি সংগৃহীত বিরাট কোহলি৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সময় মোটেও ভালো যাচ্ছে না বিরাট কোহলির৷ গত কয়েক মাস যতটা ক্লান্ত তিনি তার থেকেও বেশি পরিশ্রান্ত যেন তার ব্যাট৷ কোনভাবেই হচ্ছে না কোনকিছু৷ যেমনটা চাওয়া সকলের৷ খারাপ সময়কে পেছনে ফেলতে আসন্ন উইন্ডিজ সিরিজে বিশ্রাম চেয়েছেন কোহলি৷ বিশ্রাম পাওয়া এক প্রকার নিশ্চিত তার৷

ভারতীয় গণমাধ্যম বলছে, খারাপ সময় কাটিয়ে নিজেকে বিশ্বকাপের জন্য চাঙ্গা করে তুলতেই কোহলি উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন। ভারতের সাবেক অধিনায়কের ছুটি পাওয়া নাকি প্রায় নিশ্চিত। তার জায়গায় দলে নেওয়া হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে বেশির ভাগ সিনিয়র ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়ক করা হয়েছে শিখর ধাওয়ানকে। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির দলই নামাতে চাইছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া―সবারই খেলার কথা। ইংল্যান্ডের বিপক্ষে ১০ জুলাই শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর দল ঘোষণা করা হবে।

জানা গেছে, বিশ্বকাপের কথা মাথায় রেখে কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত বেশির ভাগ ক্রিকেটারকেই দেখে নিতে চাইছেন। সে ক্ষেত্রে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড সিরিজের শেষ দুটি ম্যাচে খেলবেন কোহলি। বিশ্বকাপের দলে তার থাকা নিয়ে আপাতত সংশয় নেই। তবে খারাপ ছন্দ থাকা সত্ত্বেও আবার যেভাবে বিশ্রাম চেয়ে বসেছেন কোহলি, তাতে প্রশ্ন উঠছেই।

উল্লেখ্য, এক দিন আগেই ইরফান পাঠান টুইটে লিখেছিলেন, বিশ্রাম নিয়ে কেউ প্রত্যাবর্তন করতে পারে না। কারো নাম উল্লেখ না করলেও তিনি যে কোহলির কথা লিখেছেন তা বলে দিতে হয় না। ইরফান বুঝিয়েই দিয়েছেন, রানে ফিরতে গেলে কোহলিকে নিয়মিত খেলতে হবে। বিশ্রাম নিয়ে আদৌ কোনো লাভ হবে না। তবে কোহলির না থাকার সুযোগ সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা রবিচন্দ্রন অশ্বিনকে একবার যাচাই করে নেওয়া হতে পারে। যদিও সাত মাস তিনি টি-টোয়েন্টির বাইরে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷