ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের আগ্রাসন কতদিন চলে দেখতে চান স্মিথ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ২২:০১

স্টিভেন স্মিথ৷ ছবি সংগৃহীত স্টিভেন স্মিথ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বর্তমান সময়ে যারা ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দেখেছে তারা নিশ্চয়ই নতুন করে আরেকবার এই ফরম্যাটের প্রেমে পড়েছে৷ দলের প্রতিটি খেলোয়াড় টিকে থাকার নয় সাহসের সাথে জয় ছিনিয়ে নিতেই মাঠে নামে তা দলটির কোচ ও অধিনায়কের কথাতো স্পষ্ট৷ তবে ইংল্যান্ডের এমন আগ্রাসন কতদিন চলে তা দেখতে চান বিশ্ব ক্রিকেটের তারকা ব্যাটার স্টিভেন স্মিথ৷

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ইংলিশদের খেলার প্রসঙ্গ আসলে স্মিথ বলেন, ‘এটা খুবই রোমাঞ্চকর। তবে আমি দেখতে চাই, এটা কতদিন স্থায়ী হয়। এটা কি একটানা চলতে পারে?’

স্মিথ যোগ করেন, ‘আপনি যদি এমন উইকেটে ব্যাট করেন যেখানে ঘাস আছে এবং প্যাট কামিন্স, জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ক সামনে থেকে বোলিং করছেন, আপনি কি তখনও এভাবে ব্যাট করবেন? আমরা দেখব ভবিষ্যতে কী হয়।’


সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের ধারণাই বদলে দিয়েছে ইংল্যান্ড। টুকটুক ব্যাটিং, কচ্ছপগতিতে এগিয়ে চলা কিংবা উইকেটে টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা-টেস্টের কোনো ধারার সঙ্গেই যেন মিলছে না ইংল্যান্ডের ক্রিকেট।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷