ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইন্দোনেশিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ২০:২৩

ইন্দোনেশিয়া নারী ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত ইন্দোনেশিয়া নারী ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। ২০২৩ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। বাছাইপর্বের ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে উৎসবে মেতে ওঠে ইন্দোনেশিয়ান নারীরা।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৯ রান করে স্বাগতিকরা। মামুলি স্কোর তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৮৭ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি।


শেষ ওভারে জয়ের জন্য পাপুয়া নিউগিনির দরকার ছিল মাত্র ৩ রান, হাতে ছিল ২ উইকেট। ইন্দোনেশিয়ার বোলার আইয়ু কুর্নিয়ার্তিনি প্রথম দুই বলেই ২ উইকেট শিকার করে দলকে ইতিহাস গড়ার উপলক্ষ্য তৈরি করে দেন।


ইন্দোনেশিয়ান অধিনায়ক ভেসিকারাত্না দেবি বলেছেন, 'আমি খুব খুশি এবং দল নিয়ে খুব গর্বিত। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা এই জায়গায় পৌঁছাবো। বিশ্বকাপে আমাদের সাফল্য দিয়ে গোটা ইন্দোনেশিয়াকে গর্বিত করতে বদ্ধপরিকর আমরা।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷