ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

মাঠে রকস্টার হয়ে বিনোদন দিতে বলেন ম্যাককালাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০২:১৫

ইংল্যান্ড ক্রিকেট৷ ছবি সংগৃহীত ইংল্যান্ড ক্রিকেট৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: কথায় আছে কয়লা ধুলেও ময়লা যায়না৷ এমন কথার বাস্তব উদাহারণ ব্রেন্ডন ম্যাককালাম৷ নিজের ক্যারিয়ার জুড়ে ছিলে আগ্রাসী৷ বাইশ গজে ব্যাট হাতে খেলা ছেড়েছেন প্রকৃতির নিয়ম মেনে, সেই সাথে কোচিংয়ে ঠিক সেটিই ধরে রেখেছেন তিনি৷ তার কোচিংয়ে পাল্টে গিয়েছে ইংল্যান্ড। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে চার টেস্টের সবগুলো জিতেছে নতুন যুগে।

ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৭ উইকেটে জয়ের পর সিরিজের সেরা খেলোয়াড় জো রুট বললেন, ম্যাককালাম তাদের মানসিকতা পাল্টে দিয়েছেন। মাঠে গিয়ে বিনোদন দিতে বলেছেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক।


ম্যাকালামকে নিয়ে ম্যাচের পর রুট বলেছেন, ‘বেন (ব্রেন্ডন ম্যাককালাম) আমাদের বলেছেন খেলার মাধ্যমে বিনোদন দিতে। তিনি বলেছেন, মাঠে গিয়ে রকস্টারদের মতো খেলতে। মজা করতে করতে খেলা এবং প্রতিটা সুযোগ কাজে লাগানোই এখন আমাদের উদ্দেশ্য। খেলা দেখতে আসা প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা করা।’

দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার টেস্ট রানের মাইলফলক অতিক্রম করেছিলেন নিউ জিল্যান্ড সিরিজে। ভারতের বিপক্ষে করলেন ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি। উদযাপনে কোনো বাড়াবাড়ি ছিল না। রকস্টারের একেবারে বিপরীত চরিত্র রুটের, ‘আমার মনে হয় না কোনও দিন নিজেকে রকস্টার ভাবতে পারবো। তবে আজ ১০ সেকেন্ডের জন্য নিজেকে রকস্টার মনে হচ্ছিল (হাসি)। সেদিন বেন নিজে এলভিস প্রেসলির একটা সিনেমা দেখেছিলেন। সারা সপ্তাহ ধরেই তারপর থেকে নিজেকে রকস্টার মনে করছেন তিনি। তাই এই জয় ওকে উৎসর্গ করলাম।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷