ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

জরিমানার শিকার হয়েও পুলিশের দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত আফ্রিদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ১৯:৫১

নিয়ম ভেঙ্গে শাস্তি আফ্রিদি৷ ছবি সংগৃহীত নিয়ম ভেঙ্গে শাস্তি আফ্রিদি৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে নিয়ম ভঙ্গের অভিযোগে জরিমানা করেছে দেশটির জাতীয় হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ। জরিমানা দিয়ে নিজের ভুল স্বীকার করে নিজ দেশের পুলিশের দায়িত্বশীল আচরণের কারণে প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস৷

গত মঙ্গলবার (২৮ জুন) ব্যক্তিগত গাড়িতে লাহোর থেকে করাচি ফেরার পথে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে নিয়মভঙ্গ করেন এই তারকা৷ এরপর দায়িত্বে থাকা কর্মকর্তা এই তারকাকে ১৫০০ পাকিস্তানি রূপি জরিমানা করেন৷

তারকাখ্যাতি থাকলেও তাকে ছাড় না দেওয়া এবং সকল নাগরিককে সমান বিবেচনা করায় হাইওয়ে পুলিশের প্রশংসা করে নিজের টুইটারে একটি পোস্ট করেন আফ্রিদি।

তাকে জরিমানা করা পুলিশদের সঙ্গে একটি ছবি পোস্ট করে আফ্রিদি লেখেন, ‘পুলিশের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। আর তাদেরকে খুব পেশাদার দেখতে পেয়েছি আমি।’

এদিকে অধিক গতিতে গাড়ি চালিয়ে নিয়মভঙ্গ করা আফ্রিদি চাইছেন হাইওয়েতে গতিসীমা বাড়িয়ে যেন ঘণ্টায় ১২০ কিলোমিটার করা হয়। টুইটে গতি বাড়ানোর পরামর্শ দিয়ে আফ্রিদি আরও লেখেন, ‘এছাড়া, আমার বিনীত পরামর্শ, যেহেতু আমাদের খুব ভালো হাইওয়ে আছে, অনুমোদিত গতি ১২০ কিলোমিটারের বেশি হওয়া উচিত।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷