ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ১৮:২০

ভারতীয় ক্রিকেট দল ৷ ছবি সংগৃহীত ভারতীয় ক্রিকেট দল ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: এজবাস্টন টেস্ট শেষে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ৷ এই দুই সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারনে রোহিত শর্মার খেলা হচ্ছে না টেস্ট ম্যাচ৷ তবে বাকি সিরিজে দলকে তিনিই নেতৃত্ব দিবেন৷

আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা দলটির সঙ্গে রোহিতকে যুক্ত করে প্রথম টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিআই৷ প্রথম ম্যাচে কোহলি না থাকলেও খেলবেন বাকি দুই ম্যাচ৷

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সাদাম্পটনে। ৭ জুলাই হবে সেই ম্যাচ। পরের ম্যাচ বার্মিংহামে ৯ জুলাই। নটিংহ্যামে শেষ টি-টোয়েন্টি খেলা হবে ১০ জুলাই। এক দিনের সিরিজ শুরু ১২ জুলাই। ওভালে হবে সেই ম্যাচ। দ্বিতীয় এক দিনের ম্যাচ লর্ডসে। ১৪ জুলাই হবে সেই ম্যাচ। ১৭ জুলাই শেষ ম্যাচ। ম্যাঞ্চেস্টারে হবে সেই খেলা।


ওয়ানডে সিরিজে রোহিত, বিরাট, বুমরাদের রেখেই দল গড়া হয়েছে। সেই দলে নেওয়া হয়েছে শিখর ধবনকে। রয়েছেন ঋষভ পন্থ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজও। সেই দলেই নেওয়া হয়েছে অর্শদীপকে। যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটা উমরান মালিককে রাখা হয়নি।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সাদাম্পটনে। ৭ জুলাই হবে সেই ম্যাচ। পরের ম্যাচ বার্মিংহামে ৯ জুলাই। নটিংহ্যামে শেষ টি-টোয়েন্টি খেলা হবে ১০ জুলাই। এক দিনের সিরিজ শুরু ১২ জুলাই। ওভালে হবে সেই ম্যাচ। দ্বিতীয় এক দিনের ম্যাচ লর্ডসে। ১৪ জুলাই হবে সেই ম্যাচ। ১৭ জুলাই শেষ ম্যাচ। ম্যাঞ্চেস্টারে হবে সেই খেলা।

প্রথম টি-টোয়েন্টির দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, বেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান, অর্শদীপ সিংহ এবং উমরান মালিক।

দ্বিতীয় টি-টোয়েন্টির দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান এবং উমরান মালিক।

ওয়ানডে সিরিজের দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংহ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷