ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রুটের যোগ্য উত্তসূরী হবেন স্টোকস: নাসের 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ২২:১০

জো রুটের যোগ্য উত্তসূরী হতে পারেন বেন স্টোকস। ফাইল ছবি। জো রুটের যোগ্য উত্তসূরী হতে পারেন বেন স্টোকস। ফাইল ছবি।

জীবনের প্রতিটি ক্ষেত্রের মতই ক্রিকেট মাঠেও নেতার প্রয়োজন। নেতা নিজের কাজ যতই ভালো করুক না কেন দল ভালো না করলে তার কোন মূল্য নেই রাজার খেলায়। তা না হলে অধিনায়ক হিসেবে ১৪ শতক করার পর ‍রুটকে ছাড়তে হতো না নেতৃত্ব। মূলত শেষ কয়েকমাসে মোটেও ভালো করতে পারেনি ইংল্যান্ড টেস্ট দল। দলের ধারাবাহিক ব্যর্থতার কারনে দাবি উঠেছিল রুটের পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার। রুট চেয়েছিলেন নেতৃত্ব দিয়েই জয়ের ধারায় ফেরাবে দলকে। কিন্তু তা আর  হয়ে উঠলো না। গতকাল আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। 

জো রুটের পর আল্টিমেট ফরম্যাটে থ্রি লায়ন্সদের নেতা কে হবেন এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্যার অ্যালিস্টার কুকের যোগ্য উত্তরসূরী ছিলেন জো রুট। এবার জো রুটের পরে দলের যোগ্য নেতা স্টোকস হবেন বলে মনে করেন দলটির সাবেক অধিনায়ক নাসের হুসেইন। 

আরও পড়ুনঃ পাকিস্তান সফরের কারনে অজিদের ওপর জঙ্গি হামলার হুমকি

দলের অধিনায়কত্ব প্রসঙ্গে নাসের বলেন: 'ইংল্যান্ডকে এখন কে নেতৃত্ব দেবে? আমি নেতা হিসেবে বেন স্টোকসকেই বেছে নেব। সে বিশ্ব মানের একজন এবং সহজাত প্রতিভার অধিকারী। তার ক্রিকেট মস্তিষ্ক দারুণ। সে পরিস্থিতি বুঝে দারুণ খেলতে পারে।'

'২০১৯ বিশ্বকাপের ফাইনাল এবং সেই গ্রীষ্মের অ্যাশেজে, বিশেষ করে হেডিংলিতে সে অসাধারণ খেলেছে। ড্রেসিং রুমের সবাই স্টোকসের কথা শুনে এবং তাকে শ্রদ্ধা করে। স্টোকস অধিনায়ক হলে রুটের কাছেও তা ভালো লাগবে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷