ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো হবে নারীদের যুব বিশ্বকাপ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ০৯:২৮

ফাইল ছবি ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী বছরের শুরুতে প্রথমবারের মতো নারীদের যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই যুব বিশ্বকাপ। এমনটাই জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে এখনো আয়োজক দেশের ঘোষণা করা হয়নি।

আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালারডিস দাবি করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বোর্ড মিটিংয়ে ঠিক হয়ে যাবে, আয়োজক দেশের নাম। শুধু তাই নয় জুলাই মাসেই পরবর্তী বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম জানানো হবে।

চলতি বছরের শুরুতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় যুব দল চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে নিউজিল্যান্ড চলছে আইসিসি নারী বিশ্বকাপের আসর। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ।

এরপরেই ২০২৩ সালের শুরুতেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। উদ্বোধনী আসর বাংলাদেশে হতে পারে বলে শোনা যাচ্ছে, তবে এখনও আয়োজক দেশের নাম ঘোষণা করেনি আইসিসি।

নারীদের ক্রিকেটের শক্তিশালী সাপ্লাই লাইন তৈরি করবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আশা প্রকাশ করে জানিয়েছেন আইসিসির সিইও।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটি দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে। যার ফলে নারীদের ২০ ওভারের বিশ্বকাপের ঠিক আগেই নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

 

-নট আউট/এসআর/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷