ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

নারী বিশ্বকাপের সেমির লাইনআপের সূচি চূড়ান্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ২৩:১০

শতভাগ জয়ে সবার আগে সেমিতে উঠে অস্ট্রেলিয়া। ছবি: আইসিসি শতভাগ জয়ে সবার আগে সেমিতে উঠে অস্ট্রেলিয়া। ছবি: আইসিসি

নিউজ ডেস্কঃ চলতি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম পর্বের সবগুলো ম্যাচ রবিবার শেষ হয়েছে। যেখানে প্রথম পর্ব থেকে ৪ দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় নারী দল। যা গত আসরের ফাইনালিস্ট ছিলো তারা। এদের পরাজয়ে চতুর্থ দল হিসেবে সেমিতে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে, এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। যার ফলে তৃতীয় দল হিসেবে সেমির টিকিট পেয়েছে ইংলিশরা।

এছাড়া সবার আগে সেমির টিকিট নিশ্চিত করেছে সাত ম্যাচে সবকয়টিতে বিজয়ী অস্ট্রেলিয়া। আর সেমির অন্য দল দক্ষিণ আফ্রিকা।

আগামী বুধবার এবার আসরের সেমির লড়াই অনুষ্ঠিত হবে। যেখামে প্রথম সেমিফাইনালে লড়বে টেবিল শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এর পরদিন দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সেমির দুই দিন বিরতি পরে আগামী রবিবার (৩ এপ্রিল) মাঠে গড়াবে এবার আসরের ফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল ওয়েলিংটনে এবং পরের দুই ম্যাচই ক্রাইস্টচার্চের হাগলি ওভালে অনুষ্ঠিত হবে।

 

সেমিফাইনালের সূচিঃ

প্রথম সেমিফাইনাল (৩০ মার্চ, ভোর ৪টা) অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ

 

দ্বিতীয় সেমিফাইনাল (৩১ মার্চ, সকাল ৭টা) দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড

এছাড়া আগামী ৩ এপ্রিল সকাল ৭ টায় এবার আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালে লড়াই করে ওঠা আসা দুই বিজয়ী দল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

 

-নট আউট/এসআর/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷