ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

আমাদের নারী দল মাথা উঁচু করাতে জানে: ভিরাট

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ০৬:১৯

ওয়ানডে বিশ্বকাপের নক আউট খেলতে ব্যর্থ ভারতীয় নারী দল। ফাইল ছবি ওয়ানডে বিশ্বকাপের নক আউট খেলতে ব্যর্থ ভারতীয় নারী দল। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ভারত নারী ক্রিকেট দল। ৮ দলের এই টুর্নামেন্টে ভারত হয়েছে ৫ম। তাই এবার সেমিতে খেলা হচ্ছেনা গত আসরের ফাইনালিস্টদের। ৭ ম্যাচে ভারতের জয় মাত্র ৩ টি।

তবে নারী দলের বাজে সময়ে তাদের পাশে আছেন ভারতীয় ক্রিকেটের সবচাইতে বড় তারকা ভিরাট কোহলি। সোমবার নিজের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে সাবেক অধিনায়ক টুইট করেন,

কোনো টুর্নামেন্ট থেকে নক আউট হয়ে গেলে এটা সব সময় মেনে নেওয়া অনেক কঠিন। আমাদের নারী দল জানে কিভাবে মাথা উঁচু করাতে হয়। তোমরা তোমাদের সব দিয়েছো এবং আমরা তোমাদের নিয়ে গর্বিত।’’

এর আগে ওয়ানডেতে ২০০৫ এবং ২০১৭ সালে নারী বিশ্বকাপের ফাইনাল খেললেও এখনো কোনো শিরোপা জিততে পারেনি টিম ইন্ডিয়া।

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷