ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০

সাদা বলের সিরিজে বিশ্রামে থাকবেন স্মিথ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ০৩:০০

স্টিভেন স্মিথ। ছবিঃ ফাইল ফটো। স্টিভেন স্মিথ। ছবিঃ ফাইল ফটো।

নিউজ ডেস্কঃ রোমাঞ্চকর শেষ দিনে পাকিস্তানকে হারিয়ে প্রায় দুই যুগ পর পাকিস্তান সফরে গিয়ে সাদা পোষাকের সিরিজে সফল অস্ট্রেলিয়া৷ এই সফলতার মধ্য দিয়ে এশিয়ার মাটিতে ১১ বছর সিরিজ জিতে দলটি৷

শুক্রবার ঐতিহাসিক সফরের তৃতীয় টেস্টে স্বাগতিকদের ১১৫ রানে হারিয়ে ট্রফি নিজেদের করে নেন প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অজি শিবির৷ সিরিজের শেষ টেস্ট পুরো অস্ট্রেলিয়ার জন্য যেমন সুখকর৷ তবে স্মিথের জন্য হয়তো একটু বেশিই৷ কারন এই ব্যাটার সবচেয়ে কম ইনিংসে আট হাজার রানের গন্ডি অতিক্রম করেছেন এই ম্যাচে৷

কিন্তু একই প্রতিপক্ষের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে খেলবেন না তিনি। কনুইয়ের ইনজুরিটা আমলে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) তাকে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম দিয়েছে। দেশে বসেই সতীর্থদের লড়াই দেখবেন তিনি।

তবে স্মিথের না থাকায় আবারো দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার মিচেল সুইপসন। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস আসন্ন সিরিজে ভালো করবেন তিনি। অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আগামী ১৮ মাসে আমাদের ব্যস্ত সূচি রয়েছে। ওর (স্মিথ) কনুইয়ের চোটের ব্যাপারে আমরা আপোষ করতে চাই না। সুইপসন এর আগেও দলের সাথে ছিল। আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের আগে ও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। আশাকরি ও নিরাশ করবে না।

 

- নট আউট/এমআরএস/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷