ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বিপিএলে লঙ্কানদের পাওয়া নিয়ে শঙ্কা!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৩ ০৪:৪৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দিন কয়েক পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নবম আসর ‍শুরুর আগে কিছুটা বিপাকে দলগুলো। মূলত এনওসি পাচ্ছেন না লঙ্কান ক্রিকেটাররা। নিজেদের আন্তর্জাতিক ও অন্যান্য সূচি আগে থেকেই চূড়ান্ত তাই এমন সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। 

 

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘গতকাল (৩০ ডিসেম্বর) আমরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সিইও’র সাথে কথা বলেছি এবং সেখান থেকে কীভাবে সর্বাধিক খেলোয়াড় পাওয়া যায় তা দেখার জন্য আমরা কাজ করছি।’ তারা (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) এই মুহূর্তে এনওসি দিচ্ছে না কারণ তাদের কিছু পূর্ব পরিকল্পিত সময়সূচী এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে।’

 

বিপিএলে বিদেশী ক্রিকেটারদের পাওয়া নিয়ে বড়ধরনের শঙ্কা ছিল শুরুতে। তবে দলগুলোর প্রচেষ্টায় সেই কালো মেঘ কেটে গিয়েছিল অনেকটাই। বেশ কিছু লঙ্কান ক্রিকেটার খেলার কথা ছিল। তবে তাদের খেলা এখন দোলাচলে পড়েছে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত

ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...

বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ