ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সিলেটের ব্যাটিং কোচ তুষার ইমরান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২ ০৪:৫১

তুষার ইমরান। ছবি সংগৃহীত তুষার ইমরান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আসন্ন বিপিএলে কোচিং প্যানেলে দেশীয়দের উপর আস্থা রাখছে সিলেট স্ট্রাইকার্স। রাজিন সালেহ, সৈয়দ রাসেলের পর কোচিং স্টাফে যোগ হলেন প্রথম শ্রেণির ক্রিকেটের কিংবদন্তি তুষার ইমরান। নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

 

তুষার ইমরানের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, তুষার ইমরান নামটা মনে পড়লেই চোখের সামনে ভাসে রানের ফোয়ারা ছোটানো এক ব্যাটার। যদিও জাতীয় দলে তেমন একটা ম্যাচ না খেললেও দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি কিংবদন্তিতুল্য। ব্যাট-প্যাড তুলে রেখেছেন বেশ আগেই। এরপর জড়িয়েছেন কোচিংয়ে। তারই ধারায় এবার নাম লেখালেন সিলেট স্ট্রাইকার্সের কোচিং স্টাফে। নতুন দল সিলেটের ব্যাটাররা তুষারের আলোতে নিজেকে আলোকিত করবেন, এটুকু আশা করাই যায়। তার হাত ধরে বিপিএলেও আলো ছড়াবে সিলেট স্ট্রাইকার্স। সেই আলোতে নব উদ্যমে উদ্ভাসিত হোক বিপিএলের মঞ্চ।

 

বিপিএলের নতুন মিশনে দলটির নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের সাবেক ওপেনার  নাফিস ইকবালকে দেখা যাবে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজারের ভূমিকায়। এছাড়াও সাবেক বাঁ-হাতি স্পিনার মুরাদ খান স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত

ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...

বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ