ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মিরাজ-শান্তরা ভবিষ্যৎ অধিনায়ক: আকরাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৩ ০০:১০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এই চোটে মাঠের বাইরে পাঁচ-ছয় সপ্তাহের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এই ইনজুরির কারনে আগামী আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হবে না। সাকিবের অবর্তমানে দলের নেতৃত্বে কে থাকবেন এমন প্রশ্ন ঘুরপাকা খাচ্ছিল ক্রিকেট পাড়ায়। 

এদিকে অধিনায়ক নিয়ে অবশ্য চিন্তা করছে না বিসিবি। হাতে পাঁচ-ছয় জন আছে বলেও মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান

আকরাম বলেন, 'এটা তো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড সিদ্ধান্ত নিবে কে ক্যাপ্টেন হবে না হবে। এখন এই নিয়ে কিছু বলার যাবে না। ওরা তো ফিউচার প্লেয়ার (শান্ত-লিটন)। যখনই এদেরকে পিক করা হয়েছিল কিছু প্লেয়ারের ক্যাপ্টেনসি গুণ থাকে। এইগুলো এদের মধ্যে আছে।'

আকরামের ভাষ্য, 'আপনার প্রায় ৫-৬ জন্য ক্যান্ডিডেড আছে। এটা ডিপেন্ড করছে বর্তমান ক্যাপ্টেন যে আছে, সিলেক্টর, কোচ আছে। ওরা মিলে সিদ্ধান্ত নিবে। ক্যাপ্টেন আছে ৫-৬ জন। যাকে পছন্দ হবে তাকেই নেবে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।