ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিজের মাঝপথে দেশে ফিরছেন জ্যাকস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০৭:০২

দেশে ফিরে যাচ্ছেন উইল জ্যাকস। ফাইল ছবি দেশে ফিরে যাচ্ছেন উইল জ্যাকস। ফাইল ছবি

আসসালামু আলাইকুম

নট আউট ডেস্কঃ ইংলিশ অলরাউন্ডার টম অ্যাবেলের চোটে কপাল খুলে যায় আরেক অলরাউন্ডার উইল জ্যাকসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আলোচনায় আসা এই অলরাউন্ডারের ওয়ানডে অভিষেকটাও হয়েছে বাংলাদেশের বিপক্ষেই। তবে, বাংলাদেশ সফরের বাকি অংশে তাকে পাচ্ছে না ইংলিশরা।

চোটের কারণে সিরিজের মাঝপথে দেশের বিমান ধরতে হচ্ছে জ্যাকসকে। এক বিবৃতিতে জ্যাকসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঢাকায় দ্বিতীয় ওডিআইতে ফিল্ডিং করার সময় বাম উরুতে চোট পাওয়ায় উইল জ্যাকস বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। পুর্নবাসন প্রক্রিয়া শুরু করতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাড়ি ফিরে যাবেন।’

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হওয়া এই তারকা অলরাউন্ডার ব্যাটে বলে ছিলেন উজ্জ্বল। অভিষেকে বল হাতে আফিফের উইকেট নেওয়ার পাশাপাশি, ব্যাট হাতে করেছিলেন গুরুত্বপূর্ণ ২৬ রান। তবে, দ্বিতীয় ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। সাথে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ছিটকেই গেলেন বাংলাদেশ সফর থেকে।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।