ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

৯টায় চট্টগ্রামে পা রেখে ১০টায় অনুশীলনে সুপার সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ২৩:৩০

সাকিব আল হাসান। ছবি: বিসিবি সাকিব আল হাসান। ছবি: বিসিবি

আসসালামু আলাইকুম

 

নট আউট ডেস্কঃ হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টাইগার এখন বন্দর নগরী চট্টগ্রামে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ছাড়াও চট্টগ্রামে একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল৷ সেই লক্ষ্যে গতকাল (৪ মার্চ) বন্দর নগরীতে পা রাখেন তাসকিন-তামিমরা। তবে ব্যক্তিগত ব্যস্ততা থাকার কারণে, দলের সঙ্গে চট্টগ্রামে যাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

সতীর্থদের একদিন পর চট্টগ্রাম পৌঁছালেও অবশ্য দলীয় অনুশীলনে সবার আগেই হাজির ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। রোববার (৫ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রামে পা রেখেই, সকাল ১০টায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। তৃতীয় ওয়ানডের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সাকিব-তামিমরা। 

উল্লেখ্য, সোমবার (৬ মার্চ) দুপুর ১২টায় তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারী ইংল্যান্ড। এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা আগামী ৯ মার্চ সাকিবের নেতৃত্বেই চট্টগ্রামে ইংলিশদের মোকাবেলা করবে টিম টাইগার্স।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।