ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সবচেয়ে ধনী অধিনায়ক রোহিত; দ্বিতীয় সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪০

রোহিত শর্মা ও সাকিব আল হাসান। ছবি সংগৃহীত রোহিত শর্মা ও সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ আট দলের অধিনায়করে সম্পদের হিসাব প্রকাশ করেছে সিএ নলেজ ও ক্রিকফ্যান। তাদের প্রকাশিত তথ্যানুযায়ী আয়ের তালিকায় সবার উপরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। সবচেয়ে ধনী অধিনায়ক রোহিত; দ্বিতীয় সাকিব

 

বর্তমান সময়ে তিন সংস্করণে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় ২৪৩ কোটি টাকা। তিনি বিভিন্ন পণ্য উৎপাদনকারী ১১টি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন। অপরদিকে সাকিবের টাকার পরিমাণ ২২২ কোটি। তিনি ১২টির অধিক কম্পানির শুভেচ্ছাদূত।

 

তিনে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। চতুর্থ অবস্থানে থাকা  অ্যারন ফিঞ্চ ৮১ কোটি টাকার মালিক। 

 

৬৫ কোটি টাকার মালিক হিসেবে পাঁচে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। পরবর্তী নামগুলো যথাক্রমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ৫০ কোটি, পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৪০ কোটি এবং আফগান অধিনায়ক মোহাম্মদ নবি ১২ কোটি টাকার মালিক বলে দাবি করছে সিএ নলেজ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।