ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বুলবুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সুজন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:২৫

আমিনুল ইসলাম বিপ্লব (বাম) ও খালেদ মাহমুদ সুজন৷ ফাইল ছবি আমিনুল ইসলাম বিপ্লব (বাম) ও খালেদ মাহমুদ সুজন৷ ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: এশিয়া কাপের ১৫তম আসর থেকে দুই ম্যাচ খেলেই বাদ পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলটার ব্যর্থতার সমালোচনা এখনও চলছে ক্রিকেটারদের সঙ্গে বিসিবি, টিম ম্যানেজমেন্টও সমালোচনার তোপে পড়েছে।

আইসিসির ডেভলপমেন্ট অফিসার ও বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল টুর্নামেন্ট চলাকালীন আরব আমিরাতে ছিলেন। সেখানে দলের ব্যর্থতায় সরব ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে বিসিবির পরিকল্পনার অভাব, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ভূমিকার সমালোচনা করেছিলেন অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান।

সোমবার অগ্রজ বুলবুলকেও ছাড় দেননি সুজন। বিসিবির এই পরিচালক ধুয়ে দিয়েছেন বুলবুলকে। আইসিসির চাকুরে সাবেক এ ক্রিকেটারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন। মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘উনার (বুলবুল) কী যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার, সেটাই আমি জানি না। উনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে।’


ক্রিকেট নিয়ে বুলবুলের কাজ ও নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে সুজন আজ বলেছেন, ‘আমাকে বলেন, উনি কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন আসলে। উনি আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে একবারই কাজ করেছেন, যেবার আবাহনীর সঙ্গে কাজ করেছেন। এছাড়া উনি চীন, ব্যাংকক, ফিলিপাইন... ওখানে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ছেলেমেয়েদের সঙ্গে কাজ করেছেন। ওখানে আন্তর্জাতিক ক্রিকেটে কোথায় পেলেন। সুতরাং ওনার যোগ্যতাটা কোথায়? আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ করেছি। বাংলাদেশের হেড কোচও ছিলাম।’


আক্রমণ করলেও বুলবুলের পরামর্শ নিতে চান বলে সাংবাদিকের জানিয়েছেন সুজন। তিনি বলেন, ‘উনি যেভাবে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে, উনি আসুক, আমাদের সঙ্গে বসুক; বাংলাদেশ দলকে বদলানোর কোনো পরিকল্পনা থাকলে আমাদেরকে দিক, আমরাও যেনো তেমন পরিকল্পনা করতে পারি।’

 

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।