ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে সাকিবের বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০৫:৩৬

বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শারজায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। লঙ্কানদের গুঁড়িয়ে দিয়ে আসর শুরু করা আফগানরা যেখানে আত্নবিশ্বাসী, সেখানে পোড় খাওয়া টাইগাররা মুখিয়ে ঘুরে দাঁড়াতে।

এদিকে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস, যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম ম্যাচ খেলতে নামছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। 

দুই দলের অতীত পরিসংখ্যানে আফগানরাই এগিয়ে রয়েছে। টি-টোয়েন্টিতে এ পর্যন্ত দুই দলের ৯ বারের দেখায় একটি পরিত্যক্ত ছাড়া ৫টি ম্যাচে জয় আফগানিস্তানের, ৩টি জিতেছে বাংলাদেশ।

আজ জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আফগানদের। তবে লঙ্কানদের বিপক্ষে খেলা একদশ নিয়েই মাঠে নামছে দলটি। অন্যদিকে চোট কাটিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সবশেষ এই শারজাতেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়া দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ।

বাংলাদেশের একাদশ: এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশঃ হযরতউলল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।