ঢাকা | বুধবার, ২২ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

টি-টোয়েন্টিতে নিরাপদ ক্রিকেট খেলে ভাল করা কঠিন: ফাহিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুলাই ২০২২ ২১:১৯

নাজমুল আবেদিন ফাহিম৷ ছবি সংগৃহীত নাজমুল আবেদিন ফাহিম৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: চলমান উইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টিতে বেহাল দশা বাংলাদেশ ক্রিকেট দলে৷ তিন ম্যাচে একমাত্র সাকিব আল হাসান ব্যক্তিগত সংগ্রহকে তিন সংখ্যায় নিয়েছেন৷ বোলিংয়েও সেভাবে সফল হয়নি কেউ৷ এমন অবস্থায় দলের পরিকল্পনায় ভুল দেখছেন ক্রিকেটারদের অন্যতম অস্থার নাম নাজমুল আবেদিন ফাহিম৷

একটি সংবাদমাধ্যমে এই কোচ বলেন, বাংলাদেশ এমন এক কৌশল ও লক্ষ্য- পরিকল্পনায় টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং করছে, যা দিয়ে কোনোভাবেই এ ফরম্যাটে ভাল খেলা বা সফল হওয়া সম্ভব নয়।

তিনি আরও যোগ করেন, টি-টোয়েন্টি ফরম্যাটে নিরাপদ ক্রিকেট খেলে ভাল করা কঠিন। এখানে একটু ঝুঁকি নিয়ে খেলার বিকল্প নেই। বিশেষ করে পাওয়ার প্লে’তে তেড়েফুঁড়ে ওভার দ্য টপ খেলে রান গতি বাড়াতে ঝুঁকি নিতেই হয়; কিন্তু আমাদের টপ অর্ডাররা সে পথে হাঁটছে না। এমনকি মিডল ও লেট অর্ডারদেরও দেখছি রয়ে-সয়ে ধীরে সুস্থ্যে খেলার চেষ্টা করছে। তা করলে হবে না। হচ্ছেও না। তাই আমার মনে হয় আমরা যে অ্যাপ্রোচে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি, সেটাই ভুল।’


গেল কুড়ি ওভারের বিশ্বকাপ থেকে বড্ড মলিন টাইগার্সদের ব্যক্তিগত এবং দলীয় পারফর্মেন্স৷ চলতি বছর রয়েছে আরও একটি বিশ্বকাপ৷ সেখানে বাংলাদেশ কতটা ভালো করবে তা সময়ে বলবে৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।